ঘটনাটি হলো যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ও 'থ্রি-স্টার উন্নয়ন সংগঠনে'র গর্বিত সদস্য শেখ সাজু হাছান কে নিয়ে...
শেখ সাজু হাছান জানান, বিগত কয়েকদিন আগে আওয়ামীলীগ দলের একজন সংসদ সদস্য মৃত্যু বরণ করলে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ সাজু হাছান স্বাভাবিক ভাবেই উনার মাগফিরাত কামনা করেন 'থ্রি-স্টার উন্নয়ন সংগঠনে'র ওয়াটসএ্যাপ গ্রুপে৷ কিন্তু নিজ দলের এমপি'র জন্য দোয়া চেয়ে পোস্ট করলে এটা সুন্দর মনে মেনে নিতে পারেন নি সংগঠনের কিছু সদস্যবৃন্দ যারা কি না জামায়াত, বিএনপির রাজনীতির সাথে জরিত৷ তখনই উনারা কোন রাজনৈতিক পোস্ট না করার জন্য শেখ সাজু কে বলেন৷
শেখ সাজু বলেন যে, আমি যখন পোস্ট টি করেছিলাম তখন কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পোস্ট টি করি নি কিংবা কোন দলের, কোন ধর্মের সেটাও মনে নিয়ে কোন পোস্ট করিনি৷ শুধুমাত্র একজন মৃত ব্যাক্তির জন্য দোয়া চেয়েছিলাম৷ তখন উনার কাছ থেকে একথা শুনে সংগঠনের জামায়াত, বিএনপির লোকেরা উনাকে নানান ভাবে কথাবার্তা শুনান এবং অবশেষে তারা বিষয়টি মেনে নিতে না পেরে সাজু'কে বিভিন্নভাবে অপমান করেন এবং গ্রুপ থেকে বের করে দেন৷
সাজু তার এলাকাবাসী ও প্রবাসীদের কাছে বিচার চেয়ে বলেন, যদি কোন মৃত ব্যাক্তির জন্য দোয়া চাওয়া কোন অপরাধ হয়, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব৷ আর যদি আমি অপরাধী না হয় তাহলে কেন আমাকে এভাবে অপমান করা হলো তার বিচার করবেন আমার এলাকার মুরুব্বিয়ান, যুবসমাজ ও সচেতন নাগরিকবৃন্দ৷
0 Comments