থ্রি স্টার উন্নয়ন সংগঠন নিয়ে শেখ সাজু হাসানের ভবিষৎ চিন্তা ভাবনা

 

বিগত কয়েকদিন আগে Sylhet 24seven এ আমেরিকা প্রবাসী যুবলীগ নেতা শেখ সাজু হাসান কে নিয়ে একটা নিউজ প্রচার হয়েছিল যাতে স্পষ্ট তুলে ধরা হয়েছিল শেখ সাজু হাসান কে থ্রি স্টার সংগঠনের কিছু সদস্য দ্বারা অপমান করার ঘটনা ও তার বিস্তারিত৷

কিন্তু আমরা কেউ জানতাম না থ্রি স্টার সংগঠন ও নিজ এলাকার মানুষদের নিয়ে শেখ সাজু হাসানের ভবিষৎ চিন্তা ভাবনা কি ছিল৷

শেখ সাজু হাসান Sylhet 24seven কে জানান, তিনি দীর্ঘদিন থেকে মনে মনে ভাবছিলেন কিভাবে নিজের এলাকার দরিদ্র জনগোষ্টির জীবন যাত্রার মান উন্নয়ন করা যায় এলাকার সাবলম্বীদের সহযোগীতা নিয়ে অবশেষে দেখা পেলেন থ্রি স্টার সংগঠনের৷ কিন্তু দুঃখের বিষয় কিছু স্বার্থান্বেষী লোকদের জন্য তার এই চিন্তা ভাবনার ফলন ঘটাতে পারেন নি৷


শেখ সাজু হাসানের ফেসবুক ওয়াল থেকে উনার লেখা কিছু কথা হবহু আপনাদের সামনে তুলে ধরা হলো:

আমি শেখ সাজু হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী, জীবনের আজকের এই সময়টাতে এসে একটা জিনিস উপলব্ধি করতে পারছি। জীবন চলার পথে অনেকে সাহায্য করার চেষ্টা করেছি নিজের অবস্থান থেকে আবার অনেকেই সাহায্য করতে পারিনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি,একাধারে একজন রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত 

আমি দেশে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম আমার সাথে যারা রিলেটেড ছিলেন তারা হয়তো এই বিষয়ে ভাল জানেন 

 আমি ২০০২ সালের পর থেকে বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলাম দেশে থাকাকালীন অবস্থায় বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে সিটি যুবলীগের যুগ্ন আহ্বায়ক হিসেবে কাজ করে যাচ্ছি করোনা মহামারী থেকে শুরু করে এর আগেও 

বর্তমান পর্যন্ত আমি গরীব দুখী মেহনতী মানুষের জন্য কি করছি না করছি আমার কাছের মানুষ যারা তারা সেটা ভালো করে জানেন। 

গত কিছুদিন আগে আমার পৈতৃক নিবাস মৌলভীবাজার  জেলার ইসলামপুর  আমাদের গ্রামেরর ও কিততার মহল নিয়ে একটি সামাজিক উন্নয়ন সংঘটন রয়েছে যার নাম  থ্রিষ্টার উন্নয়ন সংগঠন 

ওই গ্রুপে আমিও ছিলাম আমাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল তবে উক্ত সংগঠনটিতে রয়েছেন বিভিন্ন দলের ও ধর্মের প্রবাসে বসবাসরত মানুষ দল মত নির্বিশেষে সবাই এলাকার উন্নয়নে কাজ করেন 

যাইহোক আমি উক্ত  সংঘটনকে কোনো দোষারোপ করছিনা আমি জাতির কাছে বিচার প্রার্থী এবং আমি জানতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ থাকা সত্বেও কেন এভাবে বিভিন্ন জায়গায় আমরা মুসলমান হয়েও হেনস্থার শিকার হতে হয় 

আমি ওই গ্রুপে আওয়ামী লীগ-সমর্থিত একজন এমপি মারা যাওয়ার পর ওনার জন্য দোয়া কামনা করেছিলাম এবং একটি পোস্ট করেছিলাম ওনি একজন মুসলমান তাই ওনার জন্য দোয়া চেয়েছিলাম উনার জন্য দোয়া চেয়েছিলাম  তারপর অনেকেই পোস্ট মেনে নিতে পারেননি এবং আমাকে বিভিন্নভাবে অপমান করেছেন এবং লাঞ্ছিত করেছেন একজন মুসলমান হিসেবে আমি সবার জন্য দোয়া ভালো কিছু কামনা করতে পারি এখানে যদি আমার কোন দোষ কেউ দেখাতে পারেন তাহলে আমি আপনাদের যা সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। 

আমি যুক্তরাষ্ট্রে এসেছি বেশিদিন হয়নি তবুও এর ভিতরে আমি অনেকবার  দেশের  মানুষের ভালোবাসার টানে আমি দেশে গিয়েছি অনেকবার  যুক্তরাষ্ট্রে অনেকেই থাকেন যারা ৩০/৪০ বছর এখানে থাকেন দেশের মানুষের কে একবার গিয়ে দেখেন না এর ভিতরে আমি আমার নিজ অবস্থান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী আমি গরীব মেহনতী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি ও চেষ্টা চালিয়ে যাচ্ছি 

ইতিমধ্যে আমাকে অপমান এর ঘটনায় 

দেশে আমার অনেক ছোট ভাই ভাই বিরাত রয়েছেন তারা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আমি তাদেরকে নীরবতা পালন করার অনুরোধ করেছি, এবং দেশের বিভিন্ন মাধ্যমে আমার এই ঘটনাকে সাংবাদিকরা তুলে ধরেছেন, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 

আমি আজকে সবার কাছে আমার এই ঘটনার ব্যাখ্যা চাই।

Post a Comment

0 Comments